• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

চিরিরবন্দর শান্তি-সম্প্রীতির জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪  

দিনাজপুরের চিরিরবন্দরে “শান্তি-সম্প্রীতি চিরিরবন্দর” গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০মার্চ) বেলা ১১ টায় চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে চিরিরবন্দর পিস ফেসিলেটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিএফজির সদস্য ও চিরিরবন্দর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন সরকার।  

উক্ত মতবিনিময় দি হাঙ্গার প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বকারি রাজেশ দে রাজু, জেলা সমন্বয়কারি তমাল হোসেন, পিএফজি সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মোঃ ইউসফ আলী, বিএনপি নেতা ও পিএফজি সদস্য নুর আলম সরকার দুলু, চিরিরবন্দর পিএফজির সমন্বয়কারি সাংবাদিক মোরশেদ উল আলম, আদিবাসী নেতা নির্মল সরেন, চিরিরবন্দর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রদীপ কুমার রায়, পিএফজির সদস্য নিখিল রঞ্জন রায়, ওমর ফারুক বাদশা, জাহিদুল ইসলাম, ওয়াজিফা বেবী, তরুবালা রায়, প্রধান শিক্ষক (অবঃ) মানস কুমার রায়, প্রধান শিক্ষক শংকর চন্দ্র রায়, প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়, ইয়্যুথ অ্যাম্বাসেডর তৌহিদা বুলবুল মৌরী প্রমূখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় ঈমাম, পুরোহিত, সেবাইত, শিক্ষক, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, ছাত্র-ছাত্রী, ইয়্যুথ গ্রুপ, ব্লাড ডোনার গ্রুপ, আইনজীবি, পিএফজির অ্যাম্বাসেডর, সদস্য, ইউপি সদস্য-সদস্যা, আদিবাসি, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –